মাদারীপুরের কালকিনিতে আপেল খাওয়ানোর প্রলোভন দিয়ে ৯ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। তবে ঘটনার পর থেকেই ধর্ষক গা ঢাকা দিয়ে রয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকা ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামের শিশুকে সোমবার বিকালে আপেল খাওয়ানোর প্রলোভন দিয়ে একেই এলাকার বৃদ্ধ মালেক সরদার (৬০) তার নিজ ঘরে ডেকে নিয়ে যায়। এ সময় ওই শিশুকে খালিঘরে ধর্ষণ করে বৃদ্ধ মালেক। এ বিষয়টি জানাজানি হলে ওই বৃদ্ধ এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে জানা যায়। পরে ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। তবে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য মাদারীপুর পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার