সারাদেশের বিভিন্ন স্থানে অনেক আগে থেকে শুরু হলেও মঙ্গলবার থেকে কুমিল্লায় পিয়াজ বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) । সরকারি এই পিয়াজ কেউ কেউ কিনতে পারলেও, অনেক ক্রেতা পিয়াজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে টিসিবি’র মাধ্যমে পিয়াজ বিক্রি হবে এমন খবরে নগরীর রাজগঞ্জ বাজারে ক্রেতাদের দীর্ঘ লাইন পড়ে যায়। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে সরকারের নির্ধারিত মূল্যে তুরস্কে উৎপাদিত এই পিয়াজ কিনতে না পেরে অনেকে হতাশ হয়েছেন।
টিসিবি ডিলার গ্রিন এন্টারপ্রাইজের মালিক আলী আফজাল জানান, আমরা প্রথম কিস্তিতে তিন হাজার কেজি পিয়াজ বরাদ্দ পেয়েছি। মঙ্গলবার দুই হাজার কেজি ও বুধবার এক হাজার কেজি বিক্রি করা হচ্ছে। আগামীতে আরও বরাদ্দ পেলে নির্ধারিত দামে ক্রেতাদেরকে দেওয়া হবে।
এদিকে, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ৪৫ টাকা কেজি দরে পিয়াজ বিক্রির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক জানান, পিয়াজের দাম স্থিতিশীল না হওয়া পর্যন্ত টিসিবি’র পিয়াজ বিক্রি অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/শফিক