নিরাপদ সড়কের দাবিতে ১৫০ কিলোমিটার পদযাত্রায় নেমেছেন তিন কলেজ শিক্ষার্থী। আজ মঙ্গলবার ওই তিন শিক্ষার্থীর সাথে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরে কথা হয়।
তারা জানান, তারা তিনজনই ময়মনসিংহের আনন্দমোহন কলেজের শিক্ষার্থী এবং কলেজটির রোভার স্কাউট গ্রুপের রোভার সদস্য। গত রবিবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় ময়মনসিংহের আনন্দমোহন কলেজ প্রাঙ্গণ থেকে রোভার নূরুল ইসলাম নিশাদ, রোভার মোহাম্মদ হুমায়ুন কবির ও রোভার খোকন মিয়া এ পদযাত্রা শুরু করেন।
তারা ময়মনসিংহ থেকে যাত্রা শুরু করে নেত্রকোনা, কেন্দুয়া, আঠারবাড়ি হয়ে ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, ময়মনসিংহে গিয়ে তারা পদযাত্রা সমাপ্ত করবেন। পদযাত্রায় পথে পথে রোভার সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরিদর্শন করেন গুরুত্বপূর্ণ স্থানও। একইসঙ্গে জনসাধারণের মধ্যে নিরাপদ সড়ক নিশ্চিত করতে তারা সচেতনতামূলক প্রচারণাও চালান।
রোভার নুরুল ইসলাম নিশাদ জানান, পদযাত্রায় আমরা নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম ও পুলিশ সুপার আকবর আলী মুনসীসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম