কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে ওভারটেক করার সময় ট্রাকের চাপায় রাকিব (৩২) নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে আলেখারচর ময়নামতি হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার এসআই জসিম জানান, ড্রাইভিং লাইসেন্স সূত্রে জানা যায় নিহতের নাম রাকিব হাওলাদার। তিনি ঝালকাঠি জেলা সদরের বাদশা হাওলাদারের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের সহকর্মী একরাম ঘটনাস্থলে আসেন।
এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় আবুল কালাম ওরফে কালা মিয়া (৮৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের উত্তর পাড়ার ব্যবসায়ী হাফেজ জুবায়ের হুসাইনের পিতা। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোলমানিক্য দীঘির পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/শফিক