রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকার আখিরা ব্রিজ সংলগ্ন আঞ্চলিক সড়কে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘাতক ট্রাক্টরকে আটক করলেও ড্রাইভার পালিয়ে গেছে। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শঠিবাড়ি বাজার মোটরসাইকেলে তিন জন মাহিয়ারপুল গ্রামে যাবার পথে আখির্রা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বালু বোঝাই ট্রাক্টর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
আহত একজনকে এলাকাবাসী উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
নিহতদের মধ্যে সাব্বির (১৮) ও ফারাবির(৭) নামা জানা গেছে।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, ঘাতক ট্রাক্টরের ড্রাইভারকে আটক করার চেষ্টা চলছে। নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল