মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নরসিংদী পুলিশ লাইনে এই সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ মহা-পরির্দশক মোঃ জাবেদ পাটোয়ারী।
নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার, পিপিএম বার) এর সভাপতিত্বে বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডি আই জি মোঃ হাবিবুর রহমান। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সালাম গ্রহণ শেষে ৭১ এর মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরার জন্য নাটিকা উপস্থাপন করা হয়। পরে পুলিশ সদস্য সহ উপস্থিত অতিথিরা বিভিন্ন ইভেন্টের খেলায় অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুলিশ মহা-পরির্দশক মোঃ জাবেদ পাটোয়ারী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন