লালমনিরহাটের মোগলহাটে প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে ইএসডিও কৃষি ইউনিট।
বুধবার দুপুরে লালমনিরহাটের দূড়াকুটি ইএসডিও অফিস কার্যালয়ের সামনে ৯০ জন প্রান্তিক চাষিদের মাঝে উক্ত সার ও বীজ তুলে দেন, মোগলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুব রহমান হাবিব। এসময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, এরিয়া ম্যানেজার মোঃ রিয়াজুল হক, শাখা ব্যবস্থাপক ললিত চন্দ্র সহ অত্র কৃষি ইউনিটের কর্মকর্তাবৃন্দ। ৯০ জন চাষির মাঝে প্রতিজনকে ধানের বীজ, সবজি বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
এ অঞ্চলের কৃষকরা তামাক চাষের দিকে ঝুঁকে পড়েছে। সেখান থেকে কৃষকদের সরিয়ে আনার জন্যই বে-সরকারী সংস্থা ইএসডিও রংপুর অঞ্চলের কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ, সবজি বীজ, সার বিতরণ করে আসছেন। এটি অব্যাহত রেখে এই অঞ্চলের কৃষকদের তামাক চাষের প্রবণতা কমিয়ে আনার প্রচেষ্টা চলছে বলে জানান, ইএসডিও কর্মকর্তা বৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল