বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে অংশগ্রহণকারী বরিশালের ৮টি স্কুলের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ওই স্কুলগুলোর ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে এই অনুদান দেয়া হয়।
সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার ওই স্কুলগুলোর শিক্ষকদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অনুদান পাওয়া স্কুলগুলো হলো- টাউন মাধ্যমিক বিদ্যালয়, মডেল স্কুল এন্ড কলেজ, জিলা স্কুল, বিএম মাধ্যমিক বিদ্যালয়, চহুতপুর মাধ্যমিক বিদ্যালয়, চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় এবং ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়।
এ সময় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. হোসাইন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
২০১৯-২০ অর্থ বছরে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে জেলা পর্যায়ের প্রতিযোগীতায় বরিশালের ৮টি দল অংশগ্রহণ করে। জেলা পর্যায়ে চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং টাউন মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়ে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়। বিভাগীয় এবং পরে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরুর আগেই করোনা প্রকোপ দেখা দেয়ায় ওই প্রতিযোগিতা স্থগিত করা হয়।
বিডি প্রতিদিন/ আবু জাফর