১৯ অক্টোবর, ২০২০ ১৮:১৬

চুরির মামলায় মা-ছেলের জামিন নামঞ্জুর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চুরির মামলায় মা-ছেলের জামিন নামঞ্জুর

কক্সবাজারের চকরিয়ায় চুরির অপবাধ দিয়ে চার বছরের শিশু ও মা-ছেলেকে তিনদিন ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ড পালাকাটায় এ ঘটনা ঘটে। 

রবিবার দিবাগত রাত ১১টার দিকে মা-ছেলে ও শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এদিকে উদ্ধারের পর চুরির মামলায় আসামি হওয়ায় তাদের আদালতে নেয়া হলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

নির্যাতিতরা হলেন, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কোচপাড়ার মৃত মো. রফিকের স্ত্রী রশিদা বেগম (৩২) তার ছেলে মো. রিপন (১৬) ও মেয়ে রাজিয়া বেগম (৪)।   

চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, মা-ছেলেকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। মা-ছেলের বিরুদ্ধে একটি চুরির মামলা হয়েছে। এছাড়া তাদের আটকে রেখে মারধরের বিষয়েও একটি মামলা হয়েছে। মা-ছেলেকে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর