২৩ অক্টোবর, ২০২০ ২২:১৩

কুলাউড়ায় পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার, জনমনে কৌতূহল

সিলেট ব্যুরো

কুলাউড়ায় পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার, জনমনে কৌতূহল

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গ্রেনেড উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে কুলাউড়ায় মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। যদিও পুলিশ জানিয়েছে এটি অব্যবহৃত ও পরিত্যক্ত। অনেকের ধারণা, স্বাধীনতার পূর্বে এটি যে কেউ মাটির নিচে পুঁতে রাখে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর আকিলপুর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরমচালের নন্দনগর আকিলপুর এলাকায় বিকালে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডের মতো একটি বস্তু দেখতে পায় স্থানীয় বাসিন্দা। বিষয়টি সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়দের ধারণা, এটি স্বাধীনতার পূর্বে কেউ গ্রেনেডটি (১৯৬৯ সালের খোদাই করা) মাটির নিচে পুঁতে রাখা শক্তিশালী গ্রেনেড।

গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, উদ্ধারকৃত গ্রেনেডটি অব্যবহৃত এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর