রাজশাহীতে ৩৫টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন সমূহের সমন্বয় সভা (কংগ্রেস) অনুষ্ঠিত হয়। শনিবার সিসিবিভিও-রাজশাহী ও ব্রেড ফর দি ওর্য়াল্ড জার্মানির সহায়তায় রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাটে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। কংগ্রেসে সভাপতিত্ব করেন প্রসেন এক্কা।
সমন্বয় সভাটি জাতীয় পতাকা ও রক্ষাগোলা সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি মোজাম্মেল হক। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান সারওয়ার-ই-কামাল স্বপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও সিসিবিভিও’র সদস্য অধ্যাপক আবদুস সালাম, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, দীঘরি রাজা পরিষদের রাজা নিরেন খালকো।
কংগ্রেসে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সিসিবিভিও পরিচালিত রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচিটি এ অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নে একটি মাইল ফলক। আজকে কংগ্রেসের মাধ্যমে রক্ষাগোলা সমন্বয় পরিষদের যে নতুন কমিটি গঠিত হবে তা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন সমূহকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
কংগ্রেসের শেষ পর্বে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন সমূহের রক্ষাগোলা সমন্বয় পরিষদ নির্বাচন করা। ৪৫ সদস্য বিশিষ্ঠ রক্ষাগোলা সমন্বয় পরিষদ এবং ১১ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অজয় মিঞ্জ। এছাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন সমূহের কংগ্রেস-২০২০ অনুষ্ঠানে ৩৫টি সংগঠন থেকে ২৯০ জন নেতা-নেত্রী প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন