মানিকগঞ্জ পৌর সভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তি এবং বিপুল ভোটে বিজয় নিশ্চিতের লক্ষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুলতানুল আজম খান আপেল। আজ দুপুরে নিজ বাসভবনে পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এই মত বিনিময় করা হয়। জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদ আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি মো. ইস্কান্দার মির্জা।
এ সময় বক্তব্য রাখেন জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের মহাসচিব অলিয়ার রহমান খান। মো. হাবিবুর রহমান, পোড়রা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তারসহ পৌর এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোজী মাহমুদ।
বিডি প্রতিদিন/আল আমীন