রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে খন্দকার গোলাম কবীর, আলহাজ্ব শাহাদাত হোসেন মিল্টন, আক্কাস আলী বাবু, আসাদুজ্জামান চাঁদ, কে.এ রাজ্জাক মেরীন, হেলাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল