মানিকগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ভাসমান লোকদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। নারাঙ্গাই আদর্শ যুব সংঘের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফুর রহমান সজিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রকৌশলী মো. খোরশেদ আলম, সাংবাদিক মো. কাবুল উদ্দিন খান, আসিব ইকবাল বিদ্যুৎ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জব্বারুল আলম খান জিলানী, জাহাঙ্গীর, মাহীন, মিরাজসহ সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা