সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় ফিতা কেটে এই উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। তখন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. আব্দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম. ম. আমজাদ হোসেন মিলন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ