ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ক্রিকেট খেলোয়ারদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১ জানুয়ারি) দিনব্যাপী এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে সাবেক ক্রিকেট খেলোয়ারদের নিয়ে ৪টি দলে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।
বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিশেষ অতিথি ছিলেন বরিশালে জেলা জজ ও ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ক্রিকেটার অরুনাভ চক্রবর্তী, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, শ্রীলংকান ক্রিকেটার টিএল ফার্নান্ডো, অনুর্ধ্ব- ১৯ বিশ্বকাপ জয়ী জাতীয় দলের ম্যানেজার ও ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সজল চৌধুরী প্রমুখ। পরে প্রাক্তন ২৫জন ক্রিকেট খেলোয়াড়কে ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ