মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে এই কমিটি বিলুপ্ত করা হয়।
শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’
এতে আরও বলা হয়, ‘সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দফতর সেলে ডাকযোগে অথবা মেইলের (bsl1948hotmail.com) মাধ্যমে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা হলো।
এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার ও উপ-অর্থ সম্পাদক তড়িৎ চৌধুরীর সঙ্গে যোগযোগ করতে বলা হয় বিজ্ঞপ্তিতে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ