মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জনসমাবেশ ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টায় সন্ন্যাসী এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের এ সমাবেশের আয়োজন করেন।
ইউনিয়ন আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়নের ২০ কিলোমিটার সড়ক জুড়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল