কিশোরগঞ্জের মিঠামইনে গরীব, অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কামালপুর গ্রামে উপজেলার ৭ টি ইউনিয়নের তিন হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এ সময় উপস্থিত ছিলেন, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইব্রাহিম মিয়া, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট শরীফ কামাল। এছাড়াও মিঠামইন উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল