সিরাজগঞ্জের শাহজাদপুরের চাঞ্চল্যকর সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার চতুর্থবর্ষ পালিত হয়েছে। দিনটিতে সাংবাদিক শিমুলের কবর জিয়ারত, কালো ব্যাচ ধারণ, কালো পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালন, সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ, মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
সাংবাদিক শিমুল স্মৃতি পরিষদের উদ্যোগে বুধবার (৩ ফেব্রুয়ারী) এ কর্মসুচী পালন করা হয়। এদিন সকালে শাহজাদপুর প্রেসক্লাব চত্বর থেকে মৌন মিছিলটি শুরু হয়েছে শহর প্রদক্ষিণ শেষে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়।
শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম, ছেলে আল নোমান নাজ্জাশী সাদিক, মেয়ে তামান্না-এ-ফাতেমা, মামা আব্দুল মজিদ মন্ডল, ভাই আব্দুল কালাম আজাদ, সাংবাদিক শফিকুজ্জামান শফি, আতাউর রহমান পিন্টু। এসময় বক্তারা বলেন, দীর্ঘ চার বছর পার হলেও এখনো মামলার বিচারকার্য্য শেষ হয়নি। অবিলম্বে বিচারকার্য্য সম্পন্ন করে প্রকৃত দোষীদের ফাঁসির দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মারধরের জেরে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুর মনিরামপুরের বাসায় হামলা-সংঘর্ষের সময় দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মাথায় শর্টগানের গুলি লাগলে তিনি গুরুতর আহত হন।
তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে পরদিন ৩ ফেব্রুয়ারী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে ৩৮ জনকে আসামি করে নিহত শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলার প্রধান আসামি মিরুসহ সকল আসামি জামিনে রয়েছেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ