দিনাজপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর ১২ জন সাধারণ আসনের কাউন্সিলর ও ৪ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেন পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় নবনির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সূচনা বক্তব্য রাখেন।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন রংপুর বিভাগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমানের উপস্থাপনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার নবনির্বাচিত ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলাল, ২ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু, সদ্য বিদায়ী ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রবিউল ইসলাম রবি, দিনাজপুর পৌরসভার সচিব মো. মাহাবুবুর রহমান, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান সিদ্দিকী, পৌর কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সভাপতি মো. মজিবর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সকল নির্বাচিত কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে পৌরসভার নবনির্বাচিত ১৬ জন কাউন্সিলরদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন