সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজের কাছে শনিবার রেললাইনের জয়েন্টের ফাটল দেখতে পায় চর ঘাটিনা গ্রামের যুবক সাদ্দাম হোসেন। তৎক্ষণাৎ সে থমকে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা থেকে আসা নীল সাগর ট্রেনটি দেখতে পায়। তখন এলাকার কয়েক জনকে নিয়ে রেললাইনে দাঁড়িয়ে লাল কাপড় নাড়তে শুরু করে। রেলের চালক লাল কাপড় দেখে ট্রেন থামিয়ে দেয়।
স্থানীয়রা বলছেন, সামান্য ফাটল হলেও ট্রেনটি যে বেগে ছুটছিল তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। এতে ট্রেনের ৪৫০ যাত্রীর জীবন ঝুঁকির মধ্যে ছিল।
সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. আহসান জানান, জয়েন্টের কাছে সামান্য ফাটল দেখা দিয়েছিল। ওইস্থান দিয়ে ১০০ কিলোমিটার বেগেও ট্রেন গেলে কোনো সমস্যা হতো না। কিন্তু স্থানীয়রা ট্রেন থামিয়ে দেয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল। পরে মেরামত শেষে ট্রেনের চালক ট্রেন ছেড়ে চলে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার