কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ সলিমুল্লাহ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাতে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকস একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফের বরইতলী বায়তুর রহমান জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ৭ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারীকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর