সুন্দরবনের জীববৈচিত্র রক্ষাসহ প্রকৃতির ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু।
আজ ২১তম সুন্দরবন দিবস উপলক্ষে র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র রক্ষাসহ বন অপরাধ দমনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার, ডলফিন, চিত্রা হরিণসহ যে সমস্ত দুর্লভ প্রাণি রয়েছে তাদের সুরক্ষায় সবারই কাজ করা উচিত।
সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ বগুড়া জেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বিকালে শহরে বর্ণাঢ্য র্যালি শেষে শহরের থানা রোডে জেলা রোভার স্কাউট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি গোলাম গাউছ লিমনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটস্ এর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ এমদাদুলহক। সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সামিন ইয়াসার জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, বগুড়া ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন সভাপতি তৌহিদ পারভেজ বিপ্লব, এএইচএম পারভেজ মাহমুদ পলেন, রনি সরকার, মুজাহিদুর রহমান, আসিফ হাসনাত প্রমুখ। শেষে দিবসটি উপলক্ষে বৃক্ষ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত