গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় শনিবার দুপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ধারণগড়া গ্রামের আবুল কালামের ছেলে শাকিল মিয়া (১৮) ও মাদারীপুর জেলার কালকিনি থানার চরঠেংগামারা গ্রামের ইকবাল হোসেনের ছেলে সিয়াম মিয়া (১৮)। হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তা আরিফ হোসেন বাদী হয়ে এদিন রাতেই একটি মামলা দায়ের করেন।
ট্রাফিক পুলিশ ও মামলার অভিযোগে জানা যায়, শনিবার বিকেলে গাড়ি রিকুইজিশন বিভিন্ন যানবাহনের মামলার কাগজপত্র সরবরাহ করার সময় নাবিলা মটরস নামে একটি দোকানের সামনে অবস্থান নেয়। পরে সেই দোকান থেকে মোটরসাইকেল ধোয়ার পানি মহাসড়কে কেন পড়ে তা জানতে চান ওই পুলিশ কর্মকর্তারা।
এ নিয়ে নাবিল মটরসের কর্মচারী ও পুলিশের মধ্যে কথা কথাকাটাকাটির একপর্যায় তার পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ কর্মকর্তা আরিফ হোসেন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত আরিফকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে পুলিশ কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করেন। পরে কালিয়াকৈর থানায় তাদের সোর্পদ করে একটি মামলা দায়ের করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রাজীব চক্রবর্তী জানান, ট্রাফিক পুলিশ কর্মকর্তারা ওই দুই আসামিকে আটক করে থানায় সোর্পদ করেছেন। রবিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই