পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে। করোনা টিকা গ্রহণের জন্য সহজে রেজিস্ট্রেশন করার লক্ষ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বুথে সেবা প্রত্যাশীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী ফ্রন্টলাইনার ও ৪০ বছর থেকে যেকোনো বয়স্ক নাগরিক এ ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করতে পারবে। এজন্য আগ্রহীদের জেলা পুলিশের তরফ থেকে জাতীয় পরিচয়পত্র ও ব্যবহৃত মুঠোফোনটি সাথে নিয়ে আসতে বলা হয়েছে।
জেলা শহরের সিও অফিস মোড়ে বুথ উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার হায়তুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল।
বিডি প্রতিদিন/এমআই