বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহসহ ১০৯ জনের বিরুদ্ধে ধুনট থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাদী হয়ে একই দলের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপনসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অপরদিকে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল হারুন বাবু বাদী হয়ে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, আওয়ামী লীগের সদস্য সেলিম রেজা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩০-৪০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর ধুনট থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে আতিকের দায়েরকৃত মামলায় ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন (৩৮) এবং বাবুর দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন (৫৫)। এর আগে শনিবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা পরিষদ সড়কে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, ধুনট উপজেলা পরিষদে সরকারী ২ কোটি ৩২ লাখ টাকা এবং টিআর, কাবিখা ও কাবিটা, বয়স্কভাতা, বিধবাভাতাসহ বিভিন্ন প্রকল্পের অর্ধেক ভাগ না পাওয়ায় দীর্ঘদিন ধরে এসব প্রকল্প ঝুলিয়ে রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। এসব কারণে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনকে অনাস্থা জ্ঞাপন করে ১০টি ইউনিয়নের চেয়ারম্যান স্বাক্ষর করেন।
এ বিষয়টি নিয়ে ধুনট উপজেলা পরিষদে সমঝোতার বৈঠকে ইউএনও সঞ্জয় কুমার মহন্ত, এমপির প্রতিনিধি হিসেবে তার ছেলে আসিফ ইকবাল সনিসহ ১০ ইউপি চেয়ারম্যান উপস্থিত হলেও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন উপস্থিত হননি। উপস্থিত না হওয়ার ঘটনায় বৈঠক রুমের বাহিরে আওয়ামী লীগের দুই দলের মধ্যে হঠাৎ করেই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রুপ নেয়। পরে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ ১১ নেতাকর্মী আহত হয়।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের হয়েছে। এই মামলায় দুই পক্ষেরই একজন করে আসামি গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার