মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত কর্মীসভা হয়েছে। শুক্রবার বিকালে এতে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
এসময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নেতা হতে চাইলে আগে মানুষের কাছে যেতে হবে। তাদের মঙ্গলে কাজ করতে হবে। মানুষের ভালবাসা অর্জন করতে পারলে তবেই জনপ্রতিনিধি অথবা নেতা হওয়া সম্ভব।
জগদল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত কর্মী সভায় সিরাজ শিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, অত্র ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম তুষার, এ্যাডভোকেট বিপ্লব শিকদার, এ্যাডভোকেট অশ্রুতানন্দ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন ও ইউনিয়নের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
উল্লেখ্য, ইউনিয়ন নির্বাচনকে সমনে রেখে মাগুরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ৬টিতে বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল