ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরুর পচা মাংস বিক্রী করার অভিযোগে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। রবিবার উপজেলার পৌর এলাকার আলীয়াবাদ বাজারে মরা গরুর পচা মাংস বিক্রি করার অভিযোগ পেয়ে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে মাংস বিক্রেতা আল আমিন কসাইকে ২০ হাজার টাকা জরিমানা ও ৫০ কেজি পচা মাংস জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান। এ সময় উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা শেষে জব্দকৃত পচা মাংসগুলো মাটির নিচে পুঁতে ফেলা হয়।
নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান বলেন, পচা মাংস বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছি এবং আইন অনুযায়ী অভিযুক্ত আল আমিন কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা পচা মাংস মাটিতে পুতে ফেলার নির্দেশ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার