কক্সবাজারের পেকুয়ার ব্যবসায়ী জয়নাল আবেদিন হত্যায় ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে ৩২ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে এজাহারনামীয় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নিহতের ভাই মো.আমিরুজ্জামান বাদি হয়ে পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন।
গ্রেফতারকৃত পাঁচ আসামি হলেন- পারভেজ মোশাররফ (১৯), আহমদ কবির (৫৫), মো. রাসেল (১৯), মাহমুদুল করিম (৩০) ও মো. দুলাল (৩০)। এর সবাই পেকুয়া উপজেলার বাসিন্দা।
মামলার বাদি নিহত জয়নালের ভাই মো. আমিরুজ্জামান বলেন, আমার ভাইকে হত্যার বিচার চাই। আমার আর কোন চাওয়া-পাওয়া নেই।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, নিহত জয়নালের ভাই আমিরুজ্জামান বাদী হয়ে ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এই মামলার এজাহারনামী পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল