যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন আগামীকাল থেকে দূরপাল্লার যানবাহন চালানোর ঘোষণা দিয়েছে। যানবাহন চলাচলে যেখানে বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে বলে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন।
যশোর শহরের মণিহার বাস টার্মিনালে আয়োজিত আজ রবিবার বেলা সাড়ে ১১টায় এক পথ সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু। সংগঠনের সভাপতি আজিজুল আলম মিন্টুর সভাপতিত্বে পথ সমাবেশে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আবু হাসান, শাহেদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ ফুলু, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ।
বক্তারা বলেন, দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউন ঘোষণার পর সারাদেশেই গণপরিবহণ চলাচল বন্ধ হয়ে যায়। সেই থেকে পরিবহণ শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। ঈদের আগে জেলাভিত্তিক গণপরিবহণ চালানোর অনুমতি দেওয়া হলেও এতে আরও ক্ষতির সম্মুখীন হয়েছেন পরিবহণ মালিক-শ্রমিকরা। লকডাউন ঘোষণা দিয়েও সরকার মানুষকে ঘরে রাখতে পারছে না। এ অবস্থায় কাল সোমবার থেকে শ্রমিকরা দূরপাল্লার পরিবহণ চালানো শুরু করবে।' এ ব্যাপারে সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির