নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সীমান্তে জমি বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল কাদির (৪৫) নামে এক বাঁশ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার বিকালে ৩টার দিকে উপজেলার খারনই ইউনিয়নের মেদিনিকান্দা নয়া নগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিগত দিনে জমি সংক্রান্ত মামলার জের ধরে আব্দুল মতিন গ্রুপের সাথে নিহত কাদির গ্রুপের বিরোধ ছিল। এরই জেরে গত মঙ্গলবার একদল মারধর করলে অপরপক্ষ বুধবার দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সৃষ্ট এই সংঘর্ষে লিপ্ত হয়। এতে আব্দুল কাদির নিহত হন। তিনি ওই এলাকার খোরশেদ মিয়ার ছেলে। এ ঘটনায় আব্দুল কাদিরের দুই ভাইও আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, জমি নিয়ে কাদির এবং মতিনদের মাঝে বিরোধ ছিল। জেলও খেটেছে পূর্বের মারামারির ঘটনায়। পরে জামিন নিয়ে বেরিয়ে এসে গত মঙ্গলবার মারামারিতে লিপ্ত হন কাদির। বুধবার আবার মতিন গ্রুপ কাদিরদের ওপর হামলা চালায়। এতে আব্দুল কাদির গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই