নাটোরের বড়াইগ্রামে এক স্কুলছাত্রী অপহরণের ৫ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় শাওন হাসান (২০) নামে এক যুবকের নামে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা। শাওন উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কাটাশকোল গ্রামের আসলাম হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, দশম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে শাওন হাসান দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ১১টার দিকে বাড়ির পাশ থেকে শাওন তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ওই ছাত্রীকে একই সাথে শাওনকে পাওয়া না গেলে থানায় অভিযোগের প্রস্তুতি নেয় ছাত্রীর বাবা।
পরে শাওনের অভিভাবকসহ স্থানীয় প্রধানরা বিষয়টির সুষ্ঠু সমাধান করে দেবেন বলে সময়ক্ষেপণ করতে থাকে। কিন্তু গত ৫ দিনে কোনো সমাধান না দেওয়ায় এবং মেয়ের সন্ধান না পাওয়ায় থানায় অভিযোগ দেওয়া হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে এটি একটি প্রেম সম্পর্কিত ঘটনা। তবু পুলিশ ছাত্রীকে উদ্ধারে এবং প্রকৃত ঘটনা অনুসন্ধানে জোড় প্রচেষ্টা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই