সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুতায়িত হয়ে জাহানারা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মো. আলাল হোসেন জানান, এলংজানী গ্রামের শহীদ সরকার অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ধান মাড়াইয়ের কাজ করছিল। তার সংযোগ দেয়া তারটি মাটিতে পড়েছিল। সেখান দিয়ে যাওয়ার সময় ওই গৃহবধূ তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিদ্যুৎ সংযোগকারী শহিদ সরকার পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর