রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে করোনাকালীন খাদ্য সহয়তা দিয়েছে পুলিশ। বুধবার রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন অডিটোরিয়ামে তৃতীয় লিঙ্গের ১২০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন তাদের হাতে খাবার সামগ্রীর প্যাকেট তুলে দেন। প্রতি প্যাকেটে চার, ডাল, তেল ও আলু দেওয়া হয়। খাবার সামগ্রী পেয়ে খুশি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা। এ সময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস এন্ড ক্রাইম) টি এম মোজাহিদুল ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার