নাটোর শহরের তেবাড়িয়া থেকে ৭ জন মাদকসেবীকে সরঞ্জামসহ আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তেবাড়িয়া উত্তরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায় নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেবাড়িয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয় হয়।
এ সময় গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম সহ মাহামুদ আলম খান, সৈয়দ আলী, জহিরুল ইসলাম, রাব্বি মিয়া, আব্দুর রাজ্জাক এবং আব্দুল মজিদকে আটক করা হয়। পরে তারা নাটোর আধুনিক সদর হাসপাতালে ডোপ টেস্টে পজেটিভ চিহ্নিত হওয়ায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ