রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর পাশাপাশি এবার শুরু হয়েছে ঘাঘট নদের ভাঙন। ছয় পরিবারের ঘরবাড়ি বিলীন হওয়ার পর ভাঙছে স্থানীয় কবরস্থান। ভাঙনের হুমকিতে রয়েছে রাস্তাসহ আরও বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি ও উঠতি আমনের ক্ষেত। অপরদিকে গত দুই সপ্তাহে গঙ্গাচড়ার কোলকোন্দ, লক্ষীটারী ইউনিয়নসহ বেশ কিছু এলাকায় দুই শতাধিক বসতভিটা তিস্তা গর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বর্ষণে ঘাঘট নদের পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়া পাড়ায় গত দু’দিনের ভাঙনে ছয় পরিবারের ঘরবাড়ি ঘাঘটে বিলীন হয়েছে। এছাড়া ওই ইউনিয়নের নগরবন এলাকায় ঘাঘটে কবরস্থান ভেঙে যাচ্ছে।
ভাঙনে ক্ষতিগ্রস্ত মতিয়ার রহমান, রাজা মিয়া, রাজু মিয়া, লিজু মিয়া, লেবু মিয়া ও মিজানুর রহমান জানান, করোনার পাশাপাশি ঘাঘটের ভাঙনে তারা দিশেহারা হয়ে পড়েছেন। অর্থের অভাবে নতুন করে বাড়ি নির্মাণ করতে না পেরে ঘর ও আসবাবপত্র মাটিতেই ফেলে রেখেছেন। কোনোরকমে থাকছেন আত্মীয়ের বাড়িতে।
উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম জানান, ঘাঘটের ভাঙন এলাকা পরিদর্শন করে রংপুর পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হয়েছে। তারা দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেবে। ভাঙন কবলিত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া তাদের আবেদন সাপেক্ষে আর্থিক সহায়তা ও ঘর তৈরির জন্য টিনের ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর