নীলফামারী সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ১১ নভেম্বর। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বুধবার বিকেলে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ন সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ওই সভার আয়োজন করেন।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তৃতা দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামান।
সভায় ওই ১১ ইউনিয়ন পরিষদে প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা এলাকায় শান্তি বজায় রাখার অঙ্গীকার প্রদান করেন।
দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ঘোষিত ওই ১১ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৪ জন, সাধারণ সমদস্য পদে ৩৮৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৭ জন প্রার্থী।
বিডি প্রতিদিন/এএ