দিনাজপুরের হাকিমপুর ৩টি ও বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুরে তিনটি ইউপি নির্বাচনের দুটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং একটিতে আওয়ামী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে, বোচাগঞ্জের ৬টি ইউপি নির্বাচনের চারটিতে আওয়ামী লীগ ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা বিজয়ী হয়েছেন।
হাকিমপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খট্টা-মাধবপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাওসার রহমান (আনারস) ৪,৮৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুল মালেক (ঘোড়া) পেয়েছেন ৪,৬৩৯ ভোট।
বোয়ালদাড় ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদরুল ইসলাম (নৌকা) ৬,৬৭৭ ভোট পেয়েছেন্। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মেফতাহুল জান্নাত (মোটরসাইকেল) পেয়েছেন ৪,৫৪৯ ভোট।
আলীহাট ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সুফিয়ান (নৌকা) পেয়েছেন ৫,০২৪ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম (চশমা) পেয়েছেন ৪,৬১২ ভোট।
অপরদিকে, বোচাগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাফানগর ইউপিতে, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. শাহনেওয়াজ পারভেজ শাহান (মোটরসাইকেল) ৭,৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাজান আলী (নৌকা) পেয়েছেন ৫,১৯৬ ভোট।
ঈশানিয়া ইউপিতে আওয়ামী লীগের উৎফল রায় বুলু (নৌকা) ৯,৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম আজম নুর, (আনারস) ৫,৫৫১ ভোট পেয়েছেন।
মুশির্দহাট ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. ওয়াক্কাস কাঞ্চন (আনারস) ৫৯৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. জাফর উল্লাহ (নৌকা) ৫,৭৫৯ ভোট পেয়েছেন।
আটগাঁও ইউপিতে আওয়ামী লীগের মো. নুরুন্নবী চৌধুরী (নৌকা) ৮,১৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মো. রফিকুল ইসলাম (আনারস) ৩,৫৬৪ ভোট পেয়েছেন।
ছাতইল ইউপিতে আওয়ামী লীগের মো. হাবিবুর রহমান হাবু (নৌকা) ৪,৮৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. সফির উদ্দিন (মোটরসাইকেল) ৪,৩৬০ ভোট পেয়েছেন।
রণগাঁও ইউপিতে আওয়ামী লীগের নিমাই চন্দ্র দেব শর্মা (নৌকা) ৬,৩০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবুল কালাম আজাদ (অটোরিকশা) ২,০৭৪ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার রাতে হাকিমপুর নির্বাচন কর্মকর্তা সফিকুর রহমান আকন্দ এবং বোচাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো. শামসুল আলম এসব ফলাফল ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ