মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার নলবুনিয়া কান্দি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থীর ১০ জন কর্মী ও সর্মথক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন গাজী ও তার ছেলে দলটির বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিগত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়া আখতারুজ্জামান জীবনের পক্ষে নির্বাচন করছে। আজ শুক্রবার সকাল আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাজী আফসার উদ্দিন ভূইয়া নলবুনিয়া কান্দিতে গণসংযোগ করতে এলে তার উপর মোক্তার হোসেন গাজীর ছেলে মেহেদি গাজীর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী অর্তকিত হামলা চালিয়ে মারধর করে।
এসময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারী সন্ত্রাসীরা তাদের বাহন মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। হামলায় সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, ফিরোজ খানসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।
হামলার শিকার আওয়ামী লীগ দলীয় প্রার্থী হাজী আফসার উদ্দিন ভূইয়া বলেন, আমার বিপক্ষ বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান জীবন বিগত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেও এবার তিনি দলের সিদ্ধান্ত না মেনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমার প্রচার প্রচারণায় বিভিন্ন ভাবে বাধা ও একের পর এক হামলা চালিয়ে আমাকে ও আমার কর্মী সর্মথকদের এলাকায় ছাড়া করতে চায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে কাজ করা শুরু করেছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত