বজ্রপাত থেকে রক্ষা পেতে মুন্সীগঞ্জে কয়েক হাজার তালগাছের চারা বিতরণ করেছে বেসরকারি সংগঠন পেট্টিয়ট সোসাইটি (বিপিএস)। আজ শুক্রবার বেলা ১১টায় টঙ্গীবাড়ি উপজেলার সেরাজাবাদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন তালগাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য হারিয়ে বজ্রপাতের মাত্রা বেড়েই চলছে এবং এদেশে বজ্রপাতে প্রতিবছর গড়ে প্রায় তিনশ' মানুষের প্রাণ হারায়। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন সংগঠনটির নেতা কর্মীরা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির