দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নেত্রকোনার তিন উপজেলার ২৫টি ইউনিয়ন পরিষদের ১৮টিতে নৌকার জয় হয়েছে। আর ৭টিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছে। তার মধ্যে ২টিতে বিএনপি ও ৫টিতে বিদ্রোহী। নির্বাচনে আটপাড়া উপজেলায় ৭টি ইউনিয়নেই নৌকার বিজয়। সদরের ৭টিতে নৌকা, ৪টিতে স্বতন্ত্র। বারহাট্টায় ৪টিতে নৌকা ও ৩টিতে স্বতন্ত্র।
স্থানীয় ও নির্বাচন কমিশনের ভোট গণনা সূত্রে প্রাপ্ত তথ্যে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন-নেত্রকোনা সদর উপজেলায় চল্লিশা ইউপিতে সৈয়দ মাহবুবউল মজিদ (নৌকা) পেয়েছেন ১০২৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (চশমা) পেয়েছেন ৪৭৩৪ ভোট।
কালিয়ারা গাবরাগাতি ইউপিতে মো. আমজাদ হোসেন খান (নৌকা) পেয়েছেন ৭৬৪৭ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী এ আর আলী আজগর খান (ঘোড়া) পেয়েছেন ৬৬৫৪ ভোট। ঠাকুরাকোনা ইউপিতে মো. আব্দুর রাজ্জাক (নৌকা) পেয়েছেন ৫২১১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্দিকুর রহমান তালুকদার (ঘোড়া) পেয়েছেন ৫০৭৭ ভোট। আমতলা ইউপিতে মো. রউফ সবুজ (নৌকা) পেয়েছেন ৭৮৩১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শফিউল্লাহ (আনারস) পেয়েছেন ৫৩৯৬ ভোট।
লক্ষীগঞ্জ ইউপিতে মো. আজাহারুল হক তুহিন (নৌকা) পেয়েছেন ৪৩৪৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র এস এম শফিকুল কাদের সুজা (চশমা) পেয়েছেন ৩২১৯ ভোট। মৌগাতি ইউপিতে মো. মোস্তাফিজুর রহমান খান (নৌকা) পেয়েছেন ৭০৮৪ ভোট। স্বতন্ত্র এ এফ এম মহিউদ্দিন খান (ঘোড়া) পেয়েছেন ৬০৫৯ ভোট।
রৌহা ইউপিতে মো. আব্দুর রশিদ (নৌকা) পেয়েছেন ৭৪৪৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শফিকুল ইসলাম বাতেন (ঘোড়া) পেয়েছেন ৪৮০২ ভোট। সিংহের বাংলায় স্বতন্ত্র মো. আলী আহসান (ঘোড়া) পেয়েছেন ৫৫৩৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মোফাখখারুল হুসেন মিলন (আনারস) ৪৭২৪ ভোট। দক্ষিণ বিশিউড়ায় স্বতন্ত্র মো. সেলিম আজাদ সেলিম (ঘোড়া) পেয়েছেন ২৫৯২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র খন্দকার আজিজুর রহমান (আনারস) পেয়েছেন ২০৯৯ ভোট।
কাইলাটী ইউপিতে স্বতন্ত্র মো. নাজমুল হক (ঘোড়া) পেয়েছেন ৫৯৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. আনোয়ার হোসেন (আনারস) পেয়েছেন ৩৮৮৫ ভোট। মেদনী ইউপিতে স্বতন্ত্র মিজানুর রহমান (ঘোড়া) পেয়েছেন ৮০৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জিল্লুর রহমান খান মোমেন (নৌকা) পেয়েছেন ৬১১৮ ভোট।
আটপাড়া উপজেলায় সাত ইউপির সবগুলোতে নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। স্বরমুশিয়া ইউপিতে মো. আব্দুস সাত্তার, লুনেশ্বরে মো. শাহজাহান কবীর, বানিয়াজানে মো. ফেরদৌস মিয়া, তেলিগাতীতে অখিল চন্দ্র দাস, দুওজ ইউপিতে সাইদুল হক তালুকদার, সুখারীতে মো. শাহজাহান ও শুনই ইউপিতে মো. রোকন উজ্জামান।
বারহাট্টা উপজেলার বাউসিতে মো. শামছুল হক (নৌকা) পেয়েছেন ৩৯৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ তারেক হাবীব (চশমা) পেয়েছেন ৩১৬৩ ভোট। সিংধা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. নাসিম উদ্দিন তালুকদার (টেবিল ফ্যান) পেয়েছেন ৪৭৪৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র থেকে মো. খাইরুজ্জামান খান খায়রুল (অটোরিকশা) পেয়েছেন ৩৮৮০ ভোট।
চিরাম ইউনিয়নে মো. সাইদুর রহমান চৌধুরী (নৌকা) পেয়েছেন ৬২৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. আমিরুল ইসলাম (ঘোড়া) পেয়েছেন ৪৬৯৭ ভোট। আসমা ইউপিতে মো. শফিকুল ইসলাম খান (নৌকা) পেয়েছেন ৪৪৪১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. ছায়েদুর রহমান খোকন (ঘোড়া) ৩৯৭৩ ভোট। বারহাট্টা সদরে কাজী সাখাওয়াত হোসেন (নৌকা) ১০০৬ ভোট। স্বতন্ত্র মনোরঞ্জন সরকার (ঘোড়া) পেয়ছেন ৭৪১৬ ভোট।
সাহতা ইউপিতে স্বতন্ত্র মো. মিজানুর রহমান (ঘোড়া) পেয়েছেন ৭০৮৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী পল্টন চন্দ্র সরকার (নৗকা) পেয়েছেন ৫১৭৮ ভোট। রায়পুর ইউপিতে স্বতন্ত্র প্রাথী আতিকুর রহমান রাজু (ঘোড়া) পেয়েছেন ৭৮৪১ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী অকবর তালুকদার (নৌকা) পেয়েছেন ৫১৫৫ ভোট।
বিডি প্রতিদিন/এমআই