টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চিতুলিয়া পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে আসাদুল (২০), ইলিয়াসের ছেলে রাকিব (১৪) এবং আব্দুল বাছেদের ছেলে মকবুল (২২)।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব বলেন, নিহতরা মোটরসাইকেলযোগে উপজেলার মাটিকাটা গ্রাম থেকে রুহুলী উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। রুহুলী গ্রামে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লাগলে তারা রাস্তায় পড়ে যান। দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির