তেল, গ্যাস ও ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত তেল, গ্যাস ও ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই