ঘোড়া প্রতীক না পেয়ে কেঁদে ফেলেছেন ফরিদপুর চরভদ্রাসনের চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ আলম। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ কার্যক্রম।
ওই সময় মোনায়েম খান নামে আরেক চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক দাবি করেন। এজন্য উভয়ের মাঝে লটারি অনুষ্ঠিত হয়। এতে মোনায়েম খান ঘোড়া প্রতীক পেয়ে যান। আর আলমের জন্য বরাদ্দ হয় অটোরিকশা প্রতীক।
এ বিষয়ে আলমের সাথে কথা হয়। একপর্যায়ে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার স্বপ্ন ভেঙে গেছে। আমি ভাবতেও পারিনি ঘোড়া মার্কা পাবো না। আমার জনগণ আমার ঘোড়া নিয়ে গান বেঁধেছিল। আর আমার ভাগ্যে জুটলো অটোরিকশা। কি আর করা, ভাগ্যে যা ছিল তাই হইছে। এখন অটোরিকশা নিয়েই নির্বাচনে অংশ নেব। জনগণ আমার সাথে থাকবে এটা আমার বিশ্বাস।’
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর যাচই-বাছাইপর্বে ঘোড়ায় চড়ে উপজেলা পরিষদে আসেন আলম। তিনি পেশায় একজন ঘোড়া চালক। এজন্য নির্বাচনে ঘোড়া প্রতীক চেয়েছিলেন তিনি। এরপর থেকেই আলোচনায় এই চেয়ারম্যান প্রার্থী। কিন্তু আজ লটারির মাধ্যমে তার তার স্বপ্নের অবসান ঘটে।
বিডি প্রতিদিন/এমআই