তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও জেলা যুবদল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির সদ্স্য শহিদুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সভাপতি সদ্য কারামুক্ত এ হাই তালুকদার ডালিম ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, আবুল, ডাম্বেল জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।
এর আগে তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আলাইপুরে বিক্ষোভ মিছিল করে জেলা যুবদল। তবে পুলিশী বাধার কারণে মিছিল অফিস এলাকার বাহিরে যেতে পারেনি।
বিডি প্রতিদিন/এএ