শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে পরাজিত বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের অর্ধশতাধিক বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুট পাটের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন ৫ জন।
শুক্রবার সকালে এই হামলার ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে ইউপি নির্বাচনে জিতে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী জামাল হোসেনের সমর্থকরা এই হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জামাল হোসেন।
শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বিজয়ী চেয়ারম্যান মো: জামাল হোসেনের সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়নের ২২ রশি, গুড়িপাড়া, সন্দিসার গ্রামের পরাজিত বিদ্রোহী প্রার্থী জাহিদ হোসেন ফকিরের সমর্থকদের প্রায় অর্ধশতাধিক বসত বাড়িতে হামলা ভাংচুর চালায়। এসময় হামলাকারীরা বিভিন্ন ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্তরা। এসময় হামলাকারীরা শতাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটনায়। খবর পেয়ে পালং থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন