সংখ্যালঘু সম্প্রদায়ের দূর্গামণ্ডপ ও প্রতিমা ভাঙচুর এবং বাড়ীঘরে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদ ও শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের দিনাজপুর মানববন্ধন করেছে।
শুক্রবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকেরা।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুর শাখার সভাপতি অধ্যাপক প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির কাহারোল উপজেলা শাখার সভাপতি বাবু যোগেশচন্দ্র রায়, খানসামার সভাপতি বাবু কিশোর কুমার রায়, চিরিরবন্দরের সভাপতি অধ্যক্ষ নিখিল রঞ্জন রায়, বোচাগঞ্জের সভাপতি বাবু দেবেন্দ্রনাথ রায়, ফুলবাড়ীর সভাপতি বাবু নারায়ন সাহা, কাহারোল উপজেলা শাখা ছাত্র মহাজোটের প্রধান উপদেষ্টা বাবু সুরেন্দ্র নাথ রায় ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খানসামা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক জিতেন্দ্র নাথ রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ