দ্বিতীয় ধাপে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে চেয়ারম্যান পদে ৫টি আওয়ামী লীগ মনোনীত ও ৪টিতে স্বতন্ত্র ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ থেকে নির্বাচিতরা হলেন-ভূবনকুড়া ইউনিয়নে এম সুরুজ মিয়া, জুগলী ইউনিয়নে সামাদুল ইসলাম, গাজিরভিটা ইউনিয়নে মো. আবদুল মান্নান, ধারা ইউনিয়নে তোফায়েল আহমেদ বিপ্লব ও ধুরাইল ইউনিয়নে মো. ওয়ারিছ উদ্দিন সুমন।
এছাড়া বিলডোরা ইউনিয়নে মো. সাবজাল হোসেন খান (বিএনপি স্বতন্ত্র), শাকুয়াই ইউনিয়নে ইঞ্জিনিয়ার ইউনুছ আলী খান (বিএনপি স্বতন্ত্র), নড়াইল ইউনিয়নে আনোয়ার হোসেন মানিক (আওয়ামী লীগের বিদ্রোহী), আমতৈল ইউনিয়নে শফিকুর রহমান শফিক (বিএনপি স্বতন্ত্র) ও স্বদেশী ইউনিয়নে জিহাদ সিদ্দিকী ইরাদ (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসের প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে হালুয়াঘাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়াই করেছেন চেয়ারম্যান পদে ৫২ জন। আর সংরক্ষিত সদস্য (মহিলা) ১২৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলায় ১২টি ইউনিয়নের ১০ ইউপিতে ৯৪টি ভোট কেন্দ্রে সর্বমোট ভোট সংখ্যা ছিল ১ লাখ ৯৮ হাজার ৫১১ জন। এতে চারজন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই