শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে পঞ্চম শ্রেণি পাস সভাপতি চান না শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাকরা।
এনিয়ে বুধবার বেলা ১২টার দিকে পুঠিয়ার বানেশ্বর শহীদ নাদের আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গত ১২ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানটির সভাপতির জমসেদ আলীর দায়িত্বের মেয়াদ শেষ। শিক্ষাগত যোগ্যতায় তিনি ছিলেন এইচএসসি পাস। জমসেদের মেয়াদ শেষ হওয়ায় সেই শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হয়েছেন মাহাবুল আলম বাবু নামে এক ব্যক্তি।
বিষয়টি নিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম জানান, বর্তমানে যাকে (বাবু) শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি করা হয়েছে তিনি পঞ্চম শ্রেণি পাস। তিনি কখন হাই স্কুলে যাননি। এমন সভাপতিকে শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাকরা চান না।’
বানেশ্বর শহীদ নাদের আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন নান্নু জানান, ‘স্থানীয় এমপি ও রাজশাহী শিক্ষাবোর্ডের দেওয়া নির্বাচিত সভাপতি বাবু। আমরা তাকেই নিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে চাই।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন